Shah Alam Bhabhon (10th Floor Building)
Chittagong Road, Siddirganj, Narayanganj.
এডভান্স কেয়ার স্পেশালাইসড হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এডভান্স কেয়ার স্পেশালাইসড হসপিটাল - জেনারেল ওয়ার্ড/ওটি/এন.আই.সি.ইউ/আই.সি.ইউ এর সিনিয়র স্টাফ নার্স (নারী/পুরুষ) নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে পদের নাম উল্লেখ্য পূর্বক ইমেইল এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন!
- হসপিটালের ইমেইল এড্রেসঃ alamalam7408@gmail.com
আবেদন শুরুঃ ০৩ নভেম্বর, ২০২৪
আবেদন শেষঃ ০৩ ডিসেম্বর, ২০২৪
পদের নামঃ সিনিয়র স্টাফ নার্স (নারী/পুরুষ)।
পদের সংখ্যাঃ ৫০।
বয়স সীমাঃ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াফারী/বি.এস.সি নার্সিং।
অভিজ্ঞতাঃ N/A
কর্মক্ষেত্রঃ সিদ্দীরগঞ্জ, নারায়নগঞ্জ।
বেতনঃ আলোচনা সাপেক্ষ।
সূত্রঃ বিডি জবস
এডভান্স কেয়ার স্পেশালাইসড হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবেদন করার নিয়ম জানা না থাকলে আমাদের What’s App (Number: 01729741601) এ যোগাযোগর মাধ্যমে সীমিত চার্জে আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই বিজ্ঞপ্তি-টি বিডি জবস এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই! বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য যাচাই পূর্বক আবেদন করুন। কোনও রকম আর্থিক লেনদেনের দায়িত্ব দরকারি বাংলা বহন করে না। চাকরি সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।
সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন www.dorkaribangla.com, ধন্যবাদ।
Interest