Pro-Active Hospital Circular 2024
(A Sister Concern of PMCHL)
E-197/7, Mizmizi, Shahebpara
Signboard Mor, Siddhirgonj,
Narayangonj
Hotline: 09666-997997
Email: proactivemch@gmail.com
Website: pmchl.com
প্রো-অ্যাকটিভ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রো-অ্যাকটিভ হাসপাতাল, নারায়ণগঞ্জ এ নার্স ও সিনিয়র স্টাফ নার্স পদে বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন! আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) বরাবর সদ্য তোলা ২ কপি ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ডাকযোগ/ই-মেইল/বিডি জবস অথবা সরাসরি আবেদন করার জন্য অনুরোধ করা হলো। প্রার্থীকে খামের/আবেদনের উপর পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় তথ্যাবলীঃ
- আবেদন শুরুঃ ১৩ নভেম্বর, ২০২৪
- আবেদন শেষঃ ৩০ নভেম্বর, ২০২৪
- পদের নামঃ
- নার্স – মিডওয়াইফারী।
- সিনিয়র স্টাফ নার্স – ফ্লোর এন্ড ইমার্জেন্সী/এনআইসিইউ/পিআইসিইউ/ডায়ালাইসিস।
- পদের সংখ্যাঃ অনির্দিষ্ট।
- শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা/বিএসসি ইন নার্সিং।
- অভিজ্ঞতাঃ ০১ বছর।
- কর্মক্ষেত্রঃ নারায়নগঞ্জ।
- বেতনঃ আলোচনা সাপেক্ষ্য।
- সূত্রঃ বিডি জবস
প্রো-অ্যাকটিভ হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবেদন করার নিয়ম জানা না থাকলে আমাদের Website What’s App (Number: 01729741601) এ যোগাযোগর মাধ্যমে সীমিত চার্জে আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই বিজ্ঞপ্তি-টি বিডি জবস এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং উল্লেখিত What’s App Number টি আমাদের যা শুধুমাত্র আবেদন সংক্রান্ত সাহায্যের জন্য দেওয়া হয়েছে। উহা কোনো প্রাতিষ্ঠানিক নাম্বার নহে এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই! বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য যাচাই পূর্বক আবেদন করুন। কোনও রকম আর্থিক লেনদেনের দায়িত্ব দরকারি বাংলা বহন করে না। চাকরি সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।
সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন www.dorkaribangla.com, ধন্যবাদ।