Biman Bangladesh Airlines Ltd (BBAL) Circular 2024
আবেদন শুরুঃ ২১ নভেম্বর, ২০২৪ – সকালঃ ১০:০০টা
আবেদন শেষঃ ১১ ডিসেম্বর, ২০২৪ – বিকালঃ ০৫:০০টা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে ০২টি পদে মোট ৫৫জনকে নিয়োগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশের যোগ্য নাগরিকগনের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহী প্রার্থীগণ http://bbal.teletalk.com.bd/ এই লিংক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
- পদের নামঃ অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন এন্ড বেইজ মেইন্টেন্যান্স)।
- পদ সংখ্যাঃ ৪০
- বয়সসীমাঃ ৩২বছর।
- বেতন স্কেলঃ ১২,২৫০-৩০,২৩০/-টাকা।
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্যঃ
- বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০ (৫ এর মধ্যে) এবং চতুর্থ বিষয় ব্যতিত সকল বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫.০০) থাকতে হবে। অথবা ‘ও’ এবং ‘এ’ লেভেলের সকল বিষয়ে গড়ে ‘এ’ থাকতে হবে।
- বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
- জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
- কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।
***শর্তাবলিঃ
- অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি)-এ B1.1 (Aircraft Turbine)/ B2 (Avionics) কোর্স (তত্ত্বীয় এবং ব্যবহারিক) সফলভাবে সম্পন্ন করতে হবে।
- কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন।
- কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবতীতে ইঞ্জিনিয়ারিং হ্যাঙ্গারে বেতন বিভাগ-৩ টেক (বেতন স্কেল-টা: ১২,৫০০-৩০,২৩০/-টাকা) এর অর্ন্তভূক্ত এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন।
- পদের নামঃ এয়ারক্রাফট মেকানিক (শপ)।
- পদ সংখ্যাঃ ১৫
- বয়সসীমাঃ ৩২বছর।
- বেতন স্কেলঃ ১২,২৫০-৩০,২৩০/-টাকা।
- শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্যঃ
- ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স (Aerospace/ Avionics) গ্রুপ।
- বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ (৫ এর মধ্যে) থাকতে হবে। অথবা ‘ও’ লেভেলের সকল বিষয়ে গড়ে ‘ডি’ থাকতে হবে।
- সিজিপিএ ৩.০ সহ (৪ এর মধ্যে) কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত এ্যারোস্পেস/ এভিওনিক্স/ এ্যারোনটিক্যাল/এয়ারক্রাফট মেইনটেন্যান্স-এ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে।
- কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে ৪) বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা/ ডিগ্রি অথবা অন্য কোন ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড/ বিশ্ববিদ্যালয়/ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে।
- জিইডি (GED) ডিগ্রি গ্রহণযোগ্য নয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন!
চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন https://dorkaribangla.com ধন্যবাদ।