MILITARY ENGINEER SERVICES(MES) Circular 2024
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)
(প্রতিরক্ষা মন্ত্রণালয়)
সেনাসদর, ই ইন সি শাখা
পূর্ত পরিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
Website: www.mes.org.bd
৯ম গ্রেডের পদ সমূহে
আবেদন শুরুঃ ১৭ নভেম্বর, ২০২৪ – সকালঃ ১০:০০টা
আবেদন শেষঃ ২৮ নভেম্বর, ২০২৪ – বিকালঃ ০৫:০০টা
১০ম গ্রেডের পদ সমূহে
আবেদন শুরুঃ ১৭ নভেম্বর, ২০২৪ – সকালঃ ১০:০০টা
আবেদন শেষঃ ০৮ ডিসেম্বর, ২০২৪ – বিকালঃ ০৫:০০টা
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস)-এ ৯ম ও ১০ম গ্রেডে ০৫টি পদে মোট ২০০জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ এর স্থায়ী নাগরিকগন http://bncc.teletalk.com.bd এই লিংক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
- পদের নামঃ সহকারী প্রকৌশলী বি/আর।
- পদ সংখ্যাঃ ০৫
- গ্রেডঃ ০৯তম
- বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশল বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা পুরকৌশল বিষয়ে এসোসিয়েট মেম্বারশিপ অব দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (এএমআইই) এর পার্ট ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতাঃ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর নিবন্ধিত সদস্য হতে হবে।
- পদের নামঃ সহকারী প্রকৌশলী ই/এম।
- পদ সংখ্যাঃ ০৪
- গ্রেডঃ ০৯তম
- বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বিষয়ে এসোসিয়েট মেম্বারশিপ অব দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স (এএমআইই) এর পার্ট ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতাঃ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর নিবন্ধিত সদস্য হতে হবে।।
- পদের নামঃ সহকারী প্রকৌশলী আর্ক।
- পদ সংখ্যাঃ ০১
- গ্রেডঃ ০৯তম
- বেতন স্কেলঃ ২২,০০০-৫৩,০৬০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৫ (পাঁচ) বছর মেয়াদি আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।
- অন্যান্য যোগ্যতাঃ অটোক্যাড চালনাসহ 3D অঙ্কনে এবং এনিমেশন প্রেজেন্টেশন এর অভিজ্ঞতা।
- পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী বি/আর।
- পদ সংখ্যাঃ ১২৮
- গ্রেডঃ ১০তম
- বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৪ (চার) বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।
- পদের নামঃ উপ-সহকারী প্রকৌশলী ই/এম।
- পদ সংখ্যাঃ ৬২
- গ্রেডঃ ১০তম
- বেতন স্কেলঃ ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ৪ (চার) বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।
মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস (এমইএস) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪। এমন চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন https://dorkaribangla.com ধন্যবাদ।