Coal Power Generation Company Bangladesh Limited (CPGCBL) Circular 2024
আবেদন শুরুঃ ১৫ নভেম্বর, ২০২৪ – সকালঃ ১০:০০টা
আবেদন শেষঃ ১০ ডিসেম্বর, ২০২৪ – বিকালঃ ০৫:০০টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড ০৩টি পদে ০৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আবেদন ফরম ডাউনলোড করে সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
- পদের নামঃ উপ-মহাব্যবস্থাপক (এইচআরএম এন্ড এডমিন)।
- পদ সংখ্যাঃ ০১
- গ্রেডঃ ০৪
- বেতন স্কেলঃ ১,০৫,০০০/-টাকা।
- বয়স সীমাঃ সর্বোচ্চ ৫০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে HR/Management/Relevant Subject এ ০৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১(এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতকোত্তরসহ পিজিডি-এইচআরএম ডিগ্রি সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
- অন্যান্য যোগ্যতাঃ
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন) বা সমমান পদে ন্যূনতম ০৪(চার) বছরের কর্ম অভিজ্ঞতা।
- বৃহৎ প্রতিষ্ঠানে মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসন এ সহকারী ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/সমমান) বা তদূর্ধ্ব পদে মোট ১২(বারো) বছরের কর্ম অভিজ্ঞতা তন্মধ্যে বিদ্যুৎ উৎপাদন/বিতরণ/সঞ্চালন প্রতিষ্ঠানে ০৩ (তিন) বছরের কর্ম অভিজ্ঞতা।
- TPM, TQM, Corporate Governance, Labor Laws, Strategic Human Resource Management ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
- পদের নামঃ উপ-মহাব্যবস্থাপক (কমার্শিয়াল)।
- পদ সংখ্যাঃ ০১
- গ্রেডঃ ০৪
- বেতন স্কেলঃ ১,০৫,০০০/-টাকা।
- বয়স সীমাঃ সর্বোচ্চ ৫০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে Commerce/Finance/Accounting/Marketing counting/Marketing এ ০৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১(এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি। সিএমএ বা সিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।
- অন্যান্য যোগ্যতাঃ
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবস্থাপক (অর্থ/হিসাব/নিরীক্ষা/সমমান) পদে ন্যূনতম ০৪(চার) বছরের কর্ম অভিজ্ঞতা।
- সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/নিরীক্ষা/সমমান) বা তদূর্ধ্ব পদে ন্যূনতম মোট ১২(বারো) বছরের কর্ম অভিজ্ঞতা তন্মধ্যে বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটিতে ০৩ (তিন) বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রার্থীর TQM, Company Act, Tax/VAT Rules, Strategic Management এবং Corporate Govemance এ দক্ষতা থাকতে হবে। কমার্শিয়াল কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
- পদের নামঃ ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন)।
- পদ সংখ্যাঃ ০১
- গ্রেডঃ ০৫
- বেতন স্কেলঃ ৯১,০০০/-টাকা।
- বয়স সীমাঃ সর্বোচ্চ ৪০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠান থেকে HR/Management/Relevant Subject এ ০৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ০৩ (তিন) বছরের সম্মানসহ ০১ (এক) বছরের স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতকোত্তরসহ পিজিডি-এইচআরএম ডিগ্রি সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবে।
- অন্যান্য যোগ্যতাঃ
- মানবসম্পদ ব্যবস্থাপনা ও প্রশাসন এ ন্যূনতম মোট ০৮ (আট) বছরের কর্ম অভিজ্ঞতা তন্মধ্যে বিদ্যুৎ উৎপাদন/সঞ্চালন/বিতরণ ইউটিলিটিতে উপ-ব্যবস্থাপক (এইচআরএম/এডমিন/সমমান) পদে ০৪(চার) বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
- TQM, Corporate Governance, Labor Laws, Strategic Human Resource Management ইত্যাদিতে জ্ঞানসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন।
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মতো চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইটঃ https://dorkaribangla.com এবং ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।