বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর অধীন একটি প্রতিষ্ঠান
টংগী, গাজীপুর.
আবেদন শুরু
২১ অক্টোবর, ২০২৪
সকালঃ ১০:০০টা
আবেদন শেষ
৩১নভেম্বর, ২০২৪
বিকালঃ ০৫:০০টা
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর অধীনস্থ বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড-এ ০২টি পদে মোট ২২জন শ্রমিক নিয়োগ দেওয়া হবে। এতে সকল জেলার প্রার্থীগন অনলাইনে http://bbfl.teletalk.com.bd এই লিংক থেকে আবেদন করতে পারবেন।
১। আধা-দক্ষ শ্রমিক (শিক্ষানবিশ)
- পদ সংখ্যাঃ ০৯
- বেতন স্কেলঃ ৯,০০০-২০,৯৬০/-টাকা ও অন্যান্য ভাতাদি।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী পাস।
- অভিজ্ঞতাঃ পাঞ্চিং/গ্রাইন্ডিং এন্ড স্ট্রপিং/ইনজেকশন মোল্ডিং মেশিন/ রেজর এসেম্বলিং মেশিন/পাউচ প্যাকিং মেশিন/ ব্লিস্টার প্যাকিং মেশিন/ লেদ মেশিন/ সারফেস গ্রাইন্ডিং মেশিন পরিচালনার কাজে অভিজ্ঞতা সম্পন্ন। কারিগরি বা ট্রেড কোর্স (মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল) অভিজ্ঞতা অথবা রেজর ব্লেড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরীতে নূন্যতম ০২ বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন।
২। দক্ষ শ্রমিক (শিক্ষানবিশ)
- পদ সংখ্যাঃ ১৩
- বেতন স্কেলঃ ১০০৫০-২৩১৯০/- টাকা ও অন্যান্য ভাতাদি।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স)।
- অভিজ্ঞতাঃ
- পাঞ্চিং/গ্রাইন্ডিংএন্ড স্ট্রপিং। ইনজেকশন মোল্ডিং মেশিন/ রেজর এসেম্বলিং মেশিন/পাউচ প্যাকিং মেশিন/ ব্লিস্টার প্যাকিং মেশিন/ লেদ মেশিন/ সারফেস গ্রাইন্ডিং মেশিন পরিচালনার কাজে ০১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
- রেজর ব্লেড ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরীতে নূন্যতম ০৪ বছরের কর্ম অভিজ্ঞতা সম্পন্ন।
বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরী লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এরকম চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন https://dorkaribangla.com, ধন্যবাদ।