Non-Government Teachers’ Registration & Certification Authority (NTRCA)

বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃ‌পক্ষ (এনটিআরসিএ)

Ntrca সংক্রান্ত সাধারন জিজ্ঞাসা ও উত্তরঃ

Ntrca এর পূর্ণরূপ কি?
২০০৫ সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এনটিআরসিএ এর পূর্ণরূপঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা Non-Government Teachers’ Registration & Certification Authority (NTRCA)
Ntrca এর বর্তমান চেয়ারম্যান কে?
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান হলেন মোহাম্মাদ মফিজুর রহমান।
Ntrca এর বর্তমান সচিব কে?
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব এ এমএম রিজওয়ানুল হককে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ অধিশাখা) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার পাশ মার্ক কত?

বর্তমান সময়ে শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় ৪০% এবং লিখিত পরীক্ষায় ৬০% নম্বর পেলে পাশ ধরা হয়। তবে বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর পরবর্তী পর্বের পরীক্ষা গুলোতে পাশ মার্ক পরিবর্তনের পরিকল্পনা রয়েছে!

শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের বয়স সীমাঃ
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী চাকুরীতে প্রবেশের বয়স সীমা সর্বো‌চ্চ ৩৫ বছর।
শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের যোগ্যতাঃ
  • স্কুল পর্যা‌য়-১ এবং কলেজ পর্যায় এর জন্য স্নাতক/সমমান।
  • স্কুল পর্যায়-২ এর জন্য  সর্বনিম্ন এইচএসসি/আলিম পাশ হলে আবেদন করা যাবে।
শিক্ষক নিবন্ধন এর অন্তর্ভুক্ত পদ সমূহঃ
  • স্কুল পর্যায়-১ঃ সহকারী শিক্ষক (বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, গণিত, ভৌত বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারু ও কারুকলা এবং ধর্ম), সহকারী শিক্ষক (শরীরচর্চা)/ শরীরচর্চা শিক্ষক, সহকারী মৌলভী, এবতেদায়ী প্রধান ও প্রদর্শক পদকে বুঝাবে।
  • স্কুল পর্যায়-২ঃ  ট্রেড ইন্সট্রাক্টর, জুনিয়র মৌলভী, জুনিয়র শিক্ষক (সাধারণ) ও এবতেদায়ী ক্বারী পদকে বুঝাবে।
  • কলেজ পর্যায়ঃ প্রভাষক/ ইন্সট্রাক্টর (টেক)/ ইন্সট্রাক্টর (নন-টেক) পদকে বুঝাবে।
শিক্ষক নিবন্ধনের বেতন কত?

 NTRCA কর্তৃক নিয়োগ পেলে আপনি যে বেতন এবং সুযোগ-সুবিধা পাবেন:

১. লেকচারারঃ কলেজ (৯ম গ্রেড)

  • মূল বেতনঃ ২২,০০০/- টাকা।
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/- টাকা।
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/- টাকা।
  • সর্বমোটঃ ২৩,৫০০/- টাকা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে,

  • মূল বেতনঃ ৩৫,০০০/- টাকা।
  • বাড়িভাড়াঃ ১০০০/- টাকা।
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/- টাকা।
  • সর্বমোটঃ ৩৬,৫০০/- টাকা।

প্রিন্সিপাল হলে,

  • বেতনঃ ৫০,০০০/- টাকা।
  • বাড়িভাড়াঃ ১,০০০/- টাকা।
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/- টাকা।
  • সর্বমোটঃ ৫১,৫০০/- টাকা।

২. সহকারী শিক্ষক: স্কুল (১১ তম গ্রেড)

  • মূল বেতনঃ ১২,৫০০/- টাকা।
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/- টাকা।
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/- টাকা।
  • সর্বমোটঃ ১৪,০০০/- টাকা।

যদি বিএড ডিগ্রি থাকে তাহলে ১০ম গ্রেড হবে তার, তখন বেতন হবেঃ

  • মূল বেতনঃ ১৬,০০০/- টাকা।
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/- টাকা।
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/- টাকা।
  • সর্বমোটঃ ১৭,৫০০/- টাকা।

৩. জুনিয়র শিক্ষক:স্কুল-২ (১৬ তম গ্রেড)

  • মূল বেতনঃ ৯,৩০০/- টাকা।
  • বাড়ি ভাড়াঃ ১,০০০/- টাকা।
  • চিকিৎসা ভাতাঃ ৫০০/- টাকা।
  • সর্বমোটঃ ১০,৮০০/- টাকা।

উপরের ৩ ক্যাটেগরির প্রত্যেকেই প্রতি বছর বেসিক বেতনের ২৫% করে ২ টি উৎসব ভাতা পাবেন। মূল বা বেসিক বেতনের ২০% বৈশাখি ভাতা পাবেন বছরে ১ বার।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *