Bangladesh Telecommunications Company Limited ( BTCL ) Circular 2025
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)
প্রধান কার্যালয়
টেলিযোগাযোগ ভবন, ৩৭/ই, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০
Website: http://www.btcl.gov.bd
আবেদন শুরুঃ ০৫ জানুয়ারী, ২০২৪
সকালঃ ১০:০০টা
আবেদন শেষঃ ১৯ জানুয়ারী, ২০২৪
বিকালঃ ০৫:০০টা
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ২টি পদে মোট ১৩১জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণ http://btcl.teletalk.com.bd এই লিংক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিটিসিএল প্রধান কার্যালয় হতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং: ১৪.৩৩.০০০০.০২৬.১১.০০২.২৩.৩ তারিখঃ ৩০-১০-২০২৩ খ্রি. এর প্রেক্ষিতে ছকে বর্ণিত পদ ২(দুই)টিতে প্রার্থীদের কৃত আবেদন বহাল থাকায় “ইতোপূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই”।
বিস্তারিত বিবরণীঃ
চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন https://dorkaribangla.com ধন্যবাদ।