Society for Health Extension and Development (SHED) Circular 2024
Society for Health Extension and Development (SHED)
PC-180, Kayuk Khali Para
Fishery Road, Teknaf, Cox`s Bazar
Website: shedbd.org
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (সীড) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (সীড) এ স্থায়ী নার্স নিয়োগ দেওয়া হবে। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন!
- আগ্রহী প্রার্থীকে প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত সময়ের সদ্য তোলা ২ কপি ছবি, কভার লেটারসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, টিন ইত্যাদি ই-মেইল এর মাধমে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। প্রার্থীকে আবেদনের সময় পদের নাম উল্লেখ করতে হবে।
- যারা অন্য প্রতিষ্ঠান চাকরি করছেন তাদের ক্লেয়ারেন্স সার্টিফিকেট/অফার-এপোয়েন্টমেন্ট লেটার /অভিজ্ঞতা সনদ ইত্যাদি অবশ্যই সাবমিট করতে হবে
- অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রয়োজনীয় তথ্যাবলীঃ
- আবেদন শুরুঃ ১৭ নভেম্বর, ২০২৪
- আবেদন শেষঃ ২৩ নভেম্বর, ২০২৪
- পদের নামঃ নার্স।
- পদের সংখ্যাঃ অনির্দিষ্ট।
- শিক্ষাগত যোগ্যতাঃ BNMC রেজিস্ট্রেশন সহ বিএসসি ইন নার্সিং।
- অভিজ্ঞতাঃ ০২ বছর।
- কর্মক্ষেত্রঃ উখিয়া, কক্সবাজার।
- বেতনঃ আলোচনা সাপেক্ষ্য।
- বয়স সীমাঃ সর্বোচ্চ ৩৫বছর।
- সূত্রঃ বিডি জবস
সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (সীড) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন!
বিশেষ দ্রষ্টব্যঃ এই বিজ্ঞপ্তি-টি বিডি জবস এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে । উক্ত প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই! বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য যাচাই পূর্বক আবেদন করুন। কোনও রকম আর্থিক লেনদেনের দায়িত্ব দরকারি বাংলা বহন করে না। চাকরি সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।
সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন www.dorkaribangla.com, ধন্যবাদ।