Dhaka Ahsania Mission
(Health Sector)
House-152, Block-Ka, PC Culture Housing Society,
Shyamoli, Dhaka-1207
আবেদন শুরুঃ ১০ নভেম্বর, ২০২৪
আবেদন শেষঃ ১৭ নভেম্বর, ২০২৪
পদের নামঃ ওটি নার্স।
পদের সংখ্যাঃ ০৩।
বয়স সীমাঃ সর্বোচ্চ ৪৫ বছর।
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন নার্সিং/ম্যাটস।
অভিজ্ঞতাঃ ০১ বছর।
কর্মক্ষেত্রঃ মুন্সিগঞ্জ।
বেতনঃ ১২,০০০/- টাকা।
সূত্রঃ বিডি জবস
Dhaka Ahsania Mission Health Sector Circular 2024 এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবেদন করার নিয়ম জানা না থাকলে আমাদের What’s App (Number: 01729741601) এ যোগাযোগর মাধ্যমে সীমিত চার্জে আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই বিজ্ঞপ্তি-টি বিডি জবস এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই! বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য যাচাই পূর্বক আবেদন করুন। কোনও রকম আর্থিক লেনদেনের দায়িত্ব দরকারি বাংলা বহন করে না। চাকরি সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।
সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন www.dorkaribangla.com, ধন্যবাদ।