আবেদন শুরুঃ ১৮ নভেম্বর, ২০২৪ – সকালঃ ১০:০০টা
আবেদন শেষঃ ১২ ডিসেম্বর, ২০২৪ – বিকালঃ ০৫:০০টা
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি-এর ০১টি পদে মোট ৩২জনকে নিয়োগ প্রদান করা হবে। এতে ফেনী জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশ এর সকল জেলার নাগরিকগন http://pbsfeni.teletalk.com.bd এই লিংক থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
- পদের নামঃ মিটার রিডার কাম- ম্যাসেঞ্জার (১ বছর মেয়াদে চুক্তিভিত্তিক)।
- পদ সংখ্যাঃ ৩২
- বয়স সীমাঃ ১৮ – ২৫ বছর।
- বেতন স্কেলঃ ১৪,৭০০ – ২৬,৪৮০/- টাকা। এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।।
- শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- অন্যান্য যোগ্যতাঃ
- প্রার্থীকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারীসহ ভাল ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে।
- গ্রাম-গঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ এবং বিল বিতরণের মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচী সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে।
- বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাই সাইকেল থাকতে হবে।
- চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০,০০০/- টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে।
ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবেদন করার নিয়ম জানা না থাকলে আমাদের What’s App এ যোগাযোগর মাধ্যমে সীমিত চার্জে আবেদন করতে পারবেন। What’s App লিখাটির উপরে ক্লিক করলেই চ্যাট করার অপশন আসবে!
চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন https://dorkaribangla.com ধন্যবাদ।