Shitakundo National Hospital
Shitakundo, Chittagong
সীতাকুন্ড ন্যাশনাল হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
সীতাকুন্ড ন্যাশনাল হসপিটাল এ ০৫জন স্টাফ নার্স নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে পদের নাম উল্লেখ্য পূর্বক ইমেইল এর মাধ্যমে সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন!
- হসপিটালের ইমেইল এড্রেসঃ enamulhasan440@gmail.com
আবেদন শুরুঃ ১২ নভেম্বর, ২০২৪
আবেদন শেষঃ ১২ ডিসেম্বর, ২০২৪
পদের নামঃ স্টাফ নার্স।
পদের সংখ্যাঃ ০৫।
বয়স সীমাঃ ২০ থেকে ৪৫ বছর.
শিক্ষাগত যোগ্যতাঃ ব্যাচেলর ডিগ্রী ইন নার্সিং অথবা সমমানের ডিগ্রী।
অভিজ্ঞতাঃ ০১ – ০৩ বছর।
কর্মক্ষেত্রঃ সীতাকুন্ড, চট্টগ্রাম।
বেতনঃ ২০,০০০/- টাকা।
সূত্রঃ বিডি জবস
সীতাকুন্ড ন্যাশনাল হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি এর আবেদন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আবেদন করার নিয়ম জানা না থাকলে আমাদের What’s App (Number: 01729741601) এ যোগাযোগর মাধ্যমে সীমিত চার্জে আবেদন করতে পারবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই বিজ্ঞপ্তি-টি বিডি জবস এর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নেই! বিজ্ঞপ্তিতে যেকোনো ধরনের ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য যাচাই পূর্বক আবেদন করুন। কোনও রকম আর্থিক লেনদেনের দায়িত্ব দরকারি বাংলা বহন করে না। চাকরি সংক্রান্ত সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।
সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজঃ Facebook.com/Dorkaribangla তে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন। আর নিয়মিত ভিজিট করতে থাকুন www.dorkaribangla.com, ধন্যবাদ।