ঢাকা বি আর টি সি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
http://www.dhakabrt.gov.bd
শতভাগ সরকারী মালিকাধীন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানী লিমিটেড (ঢাকা বিআরটি) তে নিম্নেবর্ণিত ৪টি শূন্য পদে মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকগন http://dbrt.teletalk.com.bd/ এই লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। টেলিটকের সার্ভিস চার্জ সহ আবেদন ফি ১,১১৫/- টাকা।
১। উপ-মহাব্যবস্থাপক(অপারেশন)
- পদ সংখ্যাঃ ০১
- কোম্পানী গ্রেডঃ ০৩
- মূল বেতনঃ ১,০৫,০০০/- এবং সরকারী বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি।
- বয়স সীমাঃ অনূর্ধ্ব ৫০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম সিজিপিএ-৫.০০ স্কেলে ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ২.৫০ সহ ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি অথবা সড়ক পরিবহন সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অনুরুপ সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শিক্ষা জীবনে কোনও তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহন যোগ্য নহে।
- অভিজ্ঞতাঃ কমপক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা এবং ২ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে ঊর্ধ্বতন পদে কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা। সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থী কে অগ্রাধিকার দেওয়া হবে।
২। উপ-মহাব্যবস্থাপক(অর্থ ও প্রশাসন)
- পদ সংখ্যাঃ ০১
- কোম্পানী গ্রেডঃ ০৩
- মূল বেতনঃ ১,০৫,০০০/- এবং সরকারী বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি।
- বয়স সীমাঃ অনূর্ধ্ব ৫০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম সিজিপিএ-৫.০০ স্কেলে ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ২.৫০ সহ হিউম্যান রিসোর্স/ ম্যানেজমেন্ট/ ফিন্যান্স/ একাউন্টিং অথবা বিজনেস এডমিনিস্ট্রেশন সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। তবে শিক্ষা জীবনে কোনও তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহন যোগ্য নহে।
- অভিজ্ঞতাঃ কমপক্ষে ১২ বছরের কর্ম অভিজ্ঞতা এবং ২ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে ঊর্ধ্বতন পদে কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা।
৩। ব্যবস্থাপক(প্রশাসন)
- পদ সংখ্যাঃ ০১
- কোম্পানী গ্রেডঃ ০৪
- মূল বেতনঃ ৭৯,০০০/- এবং সরকারী বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি।
- বয়স সীমাঃ অনূর্ধ্ব ৪০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম সিজিপিএ-৫.০০ স্কেলে ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ২.৫০ সহ হিউম্যান রিসোর্স/ ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। তবে শিক্ষা জীবনে কোনও তৃতীয় বিভাগ/শ্রেণী গ্রহন যোগ্য নহে।
- অভিজ্ঞতাঃ কমপক্ষে ০৮ বছরের কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা।
৩। ব্যবস্থাপক(নিরাপত্তা) ব্লক পোস্ট
- পদ সংখ্যাঃ ০১
- কোম্পানী গ্রেডঃ ০৪
- মূল বেতনঃ ৭৯,০০০/- এবং সরকারী বিধি মোতাবেক অন্যান্য ভাতাদি।
- বয়স সীমাঃ অনূর্ধ্ব ৪০ বছর।
- শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম সিজিপিএ-৫.০০ স্কেলে ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ২.৫০ সহ যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রী। তবে শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। সামরিক, আধাসামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীতে কর্মঅভিজ্ঞ প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতাঃ কমপক্ষে ০৮ বছরের কর্ম অভিজ্ঞতাসহ অংশীদারী নেতৃত্ব প্রদানে সক্ষমতা।
বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন…
ঢাকা বি আর টি সি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মতো চলমান সকল ধরনের সরকারি, বেসরকারি চাকুরির বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া, ফলাফল ইত্যাদি বিস্তারিত আপডেট তথ্য পেতে আমাদের https://dorkaribangla.com ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ।