🔰 বাংলাদেশী ই-পাসপোর্ট আবেদন এর জন্য একাউন্ট তৈরী করার নিয়মঃ 🔰
শুরুতে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট ডিপার্টমেন্ট এর অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.epassport.gov.bd/ তে প্রবেশ করে Apply Online অথবা, Directly to online application সিলেক্ট করুন!
ধাপ ১ঃ বাংলাদেশ থেকে এপ্লাই করলে Yes আর দেশের বাইরে বসবাস করলে No দিয়ে বর্তমান ঠিকানা ও থানা সিলেক্ট করুন! আঞ্চলিক পাসপোর্ট অফিস এর ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে নিচে চলে আসলে পরবর্তী ধাপে অগ্রসর হবেন!
ধাপ ২ঃ আপনার পূর্ণ নাম সহ একটি মেইল এড্রেস দিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হবেন!
ধাপ ৩ঃ এখন পাসপোর্ট পোর্টালে একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার পূর্ণ নাম সহ একটি মেইল এড্রেস এবং ৬সংখ্যার পাসওয়ার্ড সেট করুন!
অতঃপর জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আপনার নাম ও মোবাইল নাম্বার দিয়ে Create Account বাটন প্রেস করুন!
ধাপ ৪ঃ একাউন্ট এক্টিভ করার জন্য আগের দেওয়া মেইলে একটি No Reply মেইল পাবেন।
মেইল বক্স থেকে No Reply মেইলটি ওপেন করলে একাউন্ট এক্টিভ এর লিংকটি পাবেন।
লিংকে ক্লিক করলে অটো ভেরিফিকেশনের মাধ্যমে একাউন্ট এক্টিভ ও তৈরী করা সম্পন্ন হলে Sign in করতে পারবেন।