বাংলাদেশী ই-পাসপোর্ট তৈরী করতে সর্বমোট কত টাকা লাগে?

e-Passport Fees and Payment Options:
🔰বাংলাদেশী ই-পাসপোর্ট তৈরী করতে সর্বমোট কত টাকা লাগে🔰

আপডেট ২০২৪-২৫

বাংলাদেশী ই-পাসপোর্ট বানাতে কত টাকা লাগবে তা নির্ভর করে পাসপোর্টের ধরন  এবং আপনার অবস্থানের উপর। নিম্নে আবেদন ফি এবং অন্যান্য খরচ সহ বিস্তারিত আলোচনা করা হলো।

  • বাংলাদেশ এর অভ্যন্তরীণ আঞ্চলিক পাসপোর্ট অফিস সমূহের এর ক্ষেত্রে (১৫% ভ্যাট সহ) আবেদন ফিঃ

১) ই-পাসপোর্ট‌ ৪৮ পৃষ্টা এর ক্ষেত্রেঃ 

মেয়াদ রেগুলার ডেলিভারী এক্সপ্রেস ডেলিভারী সুপার-এক্সপ্রেস ডেলিভারী
০৫ বছর।
৪,০২৫/- টাকা।
৬,৩২৫/- টাকা।
৮,৬২৫/- টাকা।
১০ বছর।
৫,৭৫০/- টাকা।
৮,০৫০/- টাকা।
১০,৩৫০/- টাকা।

২) ই-পাসপোর্ট‌ ৬৪ পৃষ্টা এর ক্ষেত্রেঃ 

মেয়াদ রেগুলার ডেলিভারী এক্সপ্রেস ডেলিভারী সুপার-এক্সপ্রেস ডেলিভারী
০৫ বছর।
৬,৩২৫/- টাকা।
৮,৬২৫/- টাকা।
১২,০৭৫/- টাকা।
১০ বছর।
৮,০৫০/- টাকা।
১০,৩৫০/- টাকা।
১৩,৮০০/- টাকা।
  • E-Passport fees for Bangladesh Mission’s General Applicants : 

1. E-Passport with 48 pages : 

Validity Regular Delivery Express Delivery
05 Years
100 $
150 $
10 Years
125 $
175 $

2. E-Passport with 64 pages : 

Validity Regular Delivery Express Delivery
05 Years
150 $
200 $
10 Years
175 $
225 $
  • E-Passport fees for Bangladesh Mission’s Labors and Students:

1. E-Passport with 48 pages : 

Validity Regular Delivery Express Delivery
05 Years
30 $
45 $
10 Years
50 $
75 $

2. E-Passport with 64 pages : 

Validity Regular Delivery Express Delivery
05 Years
150 $
200 $
10 Years
175 $
225 $
সরকারী চার্জ ব্যতীত অন্যান্য খরচঃ

১। আবেদন ফরম পূরন বাবদ  ৫০ -১০০/- টাকা। তবে আবেদনটি অনলাইনের মাধ্যমে নিজে নিজে করলে আবেদন ফর্ম পূরন এবং ডাউনলোড বাবদ কোনো টাকা লাগবে না।

২। আবেদন ফরম প্রিণ্ট করার জন্য ক্ষেত্র বিশেষে ৩০-৫০/-টাকা লাগতে পারে।

৩। আবেদন ফরম জমা দেওয়ার দিন সাথে সাথেই ছবি, বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট এবং সাক্ষর রাখা হয়। সব মিলিয়ে পাসপোর্ট গ্রহন পর্যন্ত ২-৩দিন আসা যাওয়া লাগতে পারে তাই দূরত্ব ভেদে ব্যক্তিগত ভাড়া লাগবে।

এছাড়া আর কোনো খরচ নেই। সুতরাং, পাসপোর্ট বানাতে কত টাকা লাগবে তা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। পাসপোর্টের ধরন, দূরত্ব এবং অবস্থান ভেদে তা বিভিন্ন হতে পারে।

সাধারন জিজ্ঞাসাঃ
পাসপোর্ট বানাতে কত টাকা লাগে ২০২৪?

২০২৪ সালে বাংলাদেশী ই-পাসপোর্ট বানাতে কত টাকা লাগবে তা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। পাসপোর্টের ধরন, দূরত্ব এবং অবস্থান ভেদে তা বিভিন্ন হতে পারে।

5 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪?

ধরন ভেদে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সবমিলিয়ে সর্বনিম্ন ৪,৫০০/- টাকা থেকে সর্বো‌চ্চ ১৫,০০০/- টাকা লাগতে পারে।

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪?

ধরন ভেদে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সবমিলিয়ে সর্বনিম্ন ৬,০০০/- টাকা থেকে সর্বো‌চ্চ ১৬,০০০/- টাকা লাগতে পারে।

পাসপোর্ট হারিয়ে গেলে কত টাকা তুলতে খরচ লাগে ২০২৪?

সর্বমোটঃ ৩,০০০-৬,০০০/- টাকা।

পুরাতন পাসপোর্ট এর মেয়াদ বাড়াতে বা Renew করতে কত টাকা লাগে ২০২৪?

পুরাতন পাসপোর্টের মেয়াদ বাড়াতে কিংবা নতুন পাসপোর্ট তৈরী করতে সমপরিমান টাকা লাগে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *